ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


খাদ্যে ভেজাল: ৩ জনের কারাদণ্ড, ৪ লাখ জরিমানা


১৫ জানুয়ারী ২০১৯ ০৬:২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে চলমান খাদ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ জনকে কারাদণ্ড প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে ডিএসসিসির ভ্রাম্যমান আদালত।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ টি অঞ্চলে দ্বিতীয় দিনের মত এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

অভিযানকালে অঞ্চল ১ এর আওতাধীন শাহবাগ আজিজ সুপার মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিক মোস্তফা কামালকে ২৭৩ দন্ডবিধিতে ৩ দিনের সশ্রম কারাদণ্ড, মৌমিতা রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা এবং বিসমিল্লাহ হোটেলের মালিক আলতাফ হোসেনকে ২৭৩ দন্ডবিধিতে ৫দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অঞ্চল ২ এর আওতায় পল্টন নাইটিংগেল মোড় এলাকায় পরিচালিত অভিযানে নিউ ঢাকা কাবাব এন্ড রেস্টুরেন্টের মালিক মুজিবর রহমানকে ১৫দিনের কারাদণ্ড প্রদান, ডায়মন্ড রেস্টুরেন্ট কে ৪১ধারা অনুযায়ী একলাখ টাকা, কড়াই গোস্ত রেস্টুরেন্ট কে এক লাখ টাকা, দস্তরখানা রেস্টুরেন্টকে একলাখ টাকা এবং কস্তূরী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল ৩ এর আওতাধীন আজিমপুর ছাপড়া মসজিদ এলাকার ডেলিশাস ফুড কে দশ হাজার, হোটেল রোজ হ্যাভেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহন চাঁদ, আনন্দ, মিঠাই ও হরিপদ মিষ্টান্ন ভান্ডার এবং হক বেকারীকে সতর্ক করা হয়।

অঞ্চল ৪ এর ইসলামপুর রোড এলাকায় অমূল্য মিষ্টান্ন ভান্ডারকে চল্লিশ হাজার এবং অন্য ৩টি প্রতিষ্ঠানকে আরও দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গতকাল (রোববার) থেকে খাদ্যে ভেজাল প্রতিরোধে সপ্তাহব্যাপী ভেজালবিরোধী স্পেশাল ক্র‍্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল সপ্তাহব্যাপী খাদ্যে ভেজাল বিরোধী স্পেশাল ক্র‍্যাশ প্রোগ্রাম উদ্বোধনকালে বলেন, খাদ্যে ভেজালবিরোধী আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সময় জরিমানা করলেও ভেজাল বন্ধ করতে সক্ষম হইনি। তাই আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে খাদ্যে ভেজাল প্রমাণিত বা প্রতীয়মান হলে জেলে পাঠানোর ব্যবস্থা করবো, সেটা প্রতীকী হলেও করবো। এখন কোনো প্রতিষ্ঠানের খাবারে ভেজাল প্রমাণিত হলে তাকে জেলা পঠানো হবে। সেটা অল্প সময়ের জন্য হলেও তাকে জেলে যেতে হবে।সেই সঙ্গে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

নতুনসময়/রাতুল/ইমরান