চৌগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত

সৌহার্দ ও আনন্দঘোন পরিবেশে গঠিত হয়েছে যশোরের চৌগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি । কণ্ঠভোটে নবগঠিত কমিটির সভাপতি পদে আলমগীর মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।
রবিবার রাতে উপজেলা পরিষদে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন হয়। এর আগে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্যের লক্ষ্যে ও মুক্ত সাংবাদিকতার আহবান জানান।
তাঁর আহবানে সাড়া দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর। কণ্ঠভোটে নবগঠিত কমিটির সভাপতি পদে আলমগীর মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম উজ্জ্বল নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি-১ সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি-২ শিহাব উদ্দিন সুমন, সহ-সভাপতি শেখ ওয়ালিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদ-১ ফজিল আইজ উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদ-২ খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম শামীম আল মামুন শাহীন, অর্থ সম্পাদক অমেদুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খলিলুর রহমান জুয়েল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শ্যামল দত্ত, পত্রিকা বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, নির্বাহী সদস্য আবু জাফর, এম হাসান মাহমুদ ও আব্দুল আলীম।
এদিকে প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ নাসির উদ্দিন। এ সময় তিনি এক প্রতিক্রিয়ায় বলেন বহুদিন পর সুন্দর একটি কমিটি গঠিত হয়েছে। প্রকৃত গণমাধ্যম কর্মীরা তাদের প্রাপ্ত অধিকার ফিরে পেল। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের ইতিহাস সমুন্বত রাখতে তাদের লেখনীর মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করবে।
এছাড়াও নব নির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাাদক তবিবর রহমান খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, জয়নাল আবেদীন মুকুল, ইব্রাহিম খলিল বাদল, শেখ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম ও আনিছুর রহমান, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক, আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ নূর হোসেন, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তমিজউদ্দীন, সদস্য ডাঃ গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মোস্তানিছুর রহমান বাবুল, আজাদুর রহমান খান, দেওয়ান আনিছুর রহমান, চিত্র ও ভাস্কর শিল্পী আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইন, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।