স্বাস্থ্য অধিদপ্তরের আরো এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল ১০ টা থেকে জিজ্ঞাসাবাদ চলছে।
দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, এই কর্মকর্তার বিরুদ্ধে শত কোটি কোটি আত্নসাতের অভিযোগ রয়েছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নতুনসময়/এসএ/আইএ