ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


হিসাবরক্ষণ কর্মকর্তা অঢেল সম্পদের মালিক সেই আবাজাল বরখাস্ত


১৪ জানুয়ারী ২০১৯ ২৩:১৮

হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আফজাল হোসেন

অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সেই হিসাবরক্ষন কর্মকর্তা আবজাল হোসেন সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

দুদক সূত্রে জানা যায়, আবজাল দম্পতির নামে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচ তলা বাড়ি এবং একটি প্লট রয়েছে। এছাড়া ১৬ নম্বর রোডে রয়েছে একটি পাঁচ তলা বাড়ি। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে তাঁদের অঢেল সম্পদ। অস্ট্রেলিয়াতেও রয়েছে তাঁদের বাড়ি। দুদক সেই বাড়ির সন্ধানও পেয়েছে।

দুদক জানায়, আফজালের স্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার স্টেনোগ্রাফার রুবিনা খানমের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। এর আগে এই দুজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হলে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সামসুল আলমের আবেদনের প্রেক্ষিতে তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অনুসন্ধানকারী কর্মকর্তা পুলিশের বিশেষ শাখায় আবেদন করলে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এ বিষয়ে ব্যবস্থা নেন। এর আগে অবৈধ সম্পদ অর্জন, দেশ বিদেশে বিপুল পরিমান অর্থ পাচার, টেন্ডারবাজিসহ স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: কাজী জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা: আবদুর রশীদ, সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান ও হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা সামছুল আলম। তলবের প্রেক্ষিতে আজ হিসাব রক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী ১৪ জানুয়ারি বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেনীর কর্মকর্তা হয়ে আবজাল হোসেন গত এক বছরে অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ২৮ বারেরও বেশি সময় সফর করেছেন। ঠিকমতো অফিস করতেন না এ কর্মকর্তা। বছরের অধিকাংশ সময় তিনি অফিস না করেও হাজিরা দেখিয়েছেন নিয়মিত। এশিয়া - ইউরোরীপ ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশে আবজাল হোসেনের সফরের যে ব্যয় হয়েছে সেই অর্থ কোথায় পেয়েছেন তা নিয়ে স্বাস্থ্য অধিপ্তরেও রয়েছে নানা জল্পনা-কল্পনা।

নতুনসময়/এসএ/আইএ