ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন


১৩ জানুয়ারী ২০১৯ ০০:৫৩

এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত থাকছেন না। গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর এরশা‌দের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়ায় বি‌শেষ দূত নি‌য়ো‌গ বা‌তিল ক‌রে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।

২০১৪ সালে গ‌ঠিত ম‌ন্ত্রিসভায় ম‌ন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বি‌শেষ দূত নি‌য়োগ পান এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভো‌টে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

/এটিএম


হুসেইন মুহম্মদ এরশাদ, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, বি‌শেষ দূত, নি‌য়ো‌গ বা‌তিল, বিরোধী দলীয় নেতা