ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রোগী সেজে আয়েশী জীবন সুস্থ বন্দীদের


১০ জানুয়ারী ২০১৯ ০৬:১৬

প্রতিকি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাসপাতালের ১৭০ সিটের দুই-তৃতীয়াংশ সিটে নিয়মিত আরাম আয়াশে থাকছেন সুস্থ কয়েদিরা। হাসপাতালে সিটের সঙ্গে রয়েছে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদি বিলাসী সামগ্রীর সুবিধা।

কারাগারের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মাসের পর মাস হাসপাতালে বিলাসবহুল জীবনযাপন করছেন কয়েদিরা। মঙ্গলবার কারাগারে দুদকের অ্যানফোর্সমেন্ট টিমের অভিযানে মিলেছে এমন ঘটনার সত্যতা।

দুদক হটলাইনে (১০৬) ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুর্নীতির মাধ্যমে কয়েদিদের হাসপাতালে ভর্তি করার এক ভয়ানক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির মেডিক্যাল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস, সহকারী পরিচালক মো. রাউফুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে গড়া একটি টিম এ অভিযানে অংশ নেয়।

দুদকের উপপরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টচার্য জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুর্নীতির মাধ্যমে কয়েদিদের হাসপাতালে ভর্তি করার বিষয়ে অনিয়মের প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানে এনফোর্সমেন্ট ইউনিটের সাথে পুলিশ ইউনিটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় দুদক টিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের জন্য হাসপাতাল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১৭০ শয্যাবিশিষ্ট কারা হাসপাতালে দুই-তৃতীয়াংশ সিটই সুস্থ কয়েদিদের দখলে। হাসপাতালের সিটে আয়েশী ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় তাদের। কিছু কক্ষে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদিও ব্যবহার করছে তারা। এমনকি কারাগারে অবস্থানের পর থেকেই অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মাসের পর মাস হাসপাতালে বিলাসবহুল জীবনযাপন করছে। সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী, জেলার মো. মাহবুবুল ইসলাম, সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান, ফার্মাসিস্ট শেখ রাসেল, নার্স মো. হামিদুর রহমানসহ রাইটার ও সেবক এ অনিয়মের সাথে জড়িত বলে জানা গেছে। অবিলম্বে এ দুর্নীতি বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় এনফোর্সমেন্ট দল।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘কারাগারের এ দুর্নীতির ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দুর্নীতি জড়িতদের চিহ্নিত করে দুদক অনুসন্ধান শুরু করবে এবং আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে।

নতুনসময়/এসএ/আইএ