ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঢাবি ছাত্রীকে অপহরণচেষ্টা, শাস্তির দাবিতে মানববন্ধন


৯ জানুয়ারী ২০১৯ ০৬:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিথি কিবরিয়াকে অপহরণের চেষ্টায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কের্মসূচী পালণ করেছে ঢাবির শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।

২ জানুয়ারি লালমনিরহাটর হাতিবান্ধা উপজেলায় অপহরণচেষ্টার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিথি কিবরিয়া ৷ এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তার সহপাঠীরা।

মানববন্ধনে সমাজকল্যাণ ইনস্টিটিউট ছাড়াও সিথি কিবরিয়ার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ আল ইসলামসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয়।

মাসুদ আল ইসলাম বলেন, ‘গত ২ জানুয়ারি সিথিকে অপহরণের চেষ্টা করা হয় ৷ এই ঘটনার মামলা করতে গেলে প্রথম পর্যায়ে পুলিশ আমাদের সহযোগিতা করেনি, মামলা নিতে গড়িমসি করে। এই সময়ের মধ্যে মূল আসামী জুয়েলসহ অন্যরা গা ঢাকা দেয় ৷ আমি অপহরণচেষ্টার মূল আসামী নিলফামারীর ডিমলা উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা ও হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েলের শাস্তি দাবি করছি।’

সহপাঠী গোলাম আজম বলেন, ‘আমাদের বিভাগে প্রথম স্থান অধিকারী ৷ রাষ্ট্র একজন মেধাবী ছাত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ৷ সিঁথিকে অপহরণচেষ্টা ও নির্যাতনের বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।’

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বষের্র শিক্ষার্থী তানভীর হাসান সৈকত বলেন, ‘ঘটনার পর সিথির পরিবার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ ওই ক্ষমতাধারীদের বিরুদ্ধে মামলা নিতে চায়নি ৷ সমাজ কি এতই পঁচে গেছে যে অপরাধীর শাস্তির জন্য হাজার হাজার মানুষের দ্বারস্থ হওয়া লাগে? যারা সিঁথিকে অপহরণের চেষ্টা চালিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই ৷’