ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা


৯ জানুয়ারী ২০১৯ ০৩:৫১

দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর অবস্থানের জানিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তা অবশ্যই হবে আইনের মধ্যে থেকেই।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্বের আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার টিম লিডার প্রধানমন্ত্রী দুর্নীতি করেন না, পছন্দও করেন না। তার দলের সদস্য হিসেবে এক্ষেত্রে আমার জিরো টলারেন্স অবস্থান থাকবে।

‘দুর্নীতির কোনো অভিযোগের সারবস্তু থাকলে তার সমাধানই শুধু না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে তা অবশ্যই হবে আইনের মধ্য থেকে’।

তিনি বলেন, অপ্রিয় হলেও সত্য, এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে গণঅভিযোগ রয়েছে। আমরা কেনো আরো গতিশীল হতে পারলাম না, কেনো আরো স্বচ্ছ হতে পারলাম না, আরো বেশি মানুষের কেনো প্রয়োজন মেটাতে পারলাম না।

আমাদের টিম লিডার সততা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীকে অনুসরণ করবো। তাছাড়া আমার আগে যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার ঐতিহ্য ধারণ করে আরো উত্তর উত্তর সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন একাদশ সংসদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শ ম রেজাউল করিম।

গণমাধ্যমকে নির্ভেজাল বন্ধু হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গণমাধ্যমে সমালোচনা হবে, সেটা থেকে আমরা শুধরে নেবো। গণমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানান, কোনো সংবাদ প্রকাশের আগে যেন সেটির সত্যতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নেওয়া হয়।