ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গায়েবী মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি বিহারীদের


৯ জানুয়ারী ২০১৯ ০২:১৫

নতুন সময়

পল্লবীতে বিহারীদের বিরুদ্ধে দায়ের করা গায়েবী মামলা প্রত্যাহার না করলে দেশব্যাপি বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিহারী নেতারা।

মঙ্গলবার (৮) জানুয়ারী জাতীয় প্রেসক্লাবের সামনে বিহারীদের সংগঠন ইউএসপিওয়াইআরএম আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে ইউএসপিওয়াইআরএম'র সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বহুদিন ধরে পুনর্বাসন ছাড়াই ক্যাম্প উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছেন। কিন্তু আমরা সবসময় তার এই উচ্ছেদ ও দখলবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। ক্যাম্প উচ্ছেদের লক্ষে প্লট মালিকদের সাথে আতাত করে কাউন্সিলর মানিকের নির্দেশনায় কালশী গণহত্যার অন্যতম খুনি ও ৩ নং ওয়ার্ড পল্লবী থানা যুবলীগের সভাপতি এমএম বিপ্লব আমাদের সংগঠনের সদস্য ও নিরীহ ক্যাম্পবাসীসহ ১৭৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মিথ্যা মামলা দায়ের করেছেন।

এটি একটি গায়েবী মামলা এমন অভিযোগ করে তিনি বলেন, সেদিন পল্লবীতে বিস্ফোরক মামলা দেয়ার মতো কিছুই ঘটেনি। মুসলিম ক্যাম্পের বাসিন্দা মোঃ আতিককে এই মামলার আসামি করা হয়েছে। অথচ আতিক মামলা দায়ের হওয়ার ১০ দিন আগেই মারা গিয়েছেন। এছাড়াও অন্য দুইজন আসামি সনু এবং রাসেল মামলা হওয়ার আগে থেকেই বিভিন্ন মামলায় কারাভোগ করছে। এতেই বুঝা যায় যে, এ মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মোঃ সাদাকাত খান ফাক্কু বলেন, প্রধানমন্ত্রী উর্দুভাষীদের পুনর্বাসনের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্যাম্প উচ্ছেদ হওয়ার কথা না। কিন্তু কাউন্সিলর মানিক ক্যাম্প উচ্ছেদের লক্ষে এই মিথ্যা মামলা করিয়ে এই বিশাল জনগোষ্ঠীকে আন্দোলনের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। নিরীহ ক্যাম্পবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

দুই সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার বা নিরীহ ক্যাম্পবাসীদেরে এই গায়েবী মামলা থেকে অব্যাহতি না দিলে ডিএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালণ ও তারপর সেচ্ছায় কারাবরণের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি ।

মানববন্ধন শেষে এই গায়েবী মামলা থেকে উর্দুভাষী সংখ্যালঘুদের অব্যাহতি দেয়ার দাবি জানিয়ে স্বররাষ্ট্র মন্ত্রী, স্বররাষ্ট্র সচিব ও ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএসপিওয়াইআরএম'র সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু, সহ-সভাপতি আব্দুর রাশেদ খান বিরেন,যুগ্ন-সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল, মঞ্জুর রেজা খান, দপ্তর সম্পাদক শেখ নাজির উদ্দীন রাশেদ, ছাত্র নেতা ফাহিম হোসেন রাজু, আসিফ ইকবাল, মাকসুদ আলম,মোঃ বেচু,সাদদাম, প্রমুখ।