ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শপথের পর প্রধানমন্ত্রীকে প্রথম ফুলেল শুভেচ্ছা শেখ রেহানার


৮ জানুয়ারী ২০১৯ ০৩:২৬

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শেখ হাসিনা স্টেজ থেকে নেমে আসলে ছোট বোন শেখ রেহানা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে আলিঙ্গন করেন।

এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।তিনি বলেন, ‘সংবিধানের ৫৬ (৩) ধার অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।