ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ইরানি বন্দরে পাকিস্তানি নৌবহর


৮ জানুয়ারী ২০১৯ ০২:২৪

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর । চারদিনের সফরে নৌবহরটি ইরানে গেছে।

এই সফরে দেশ দুটির মধ্যে সামরিক সম্পর্ক ও প্রতিবেশীসুলভ প্রতিবেশীসুলভ সহৃদয়তা আরো বৃদ্ধি পাবে। এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

জানা গেছে, গতকাল রবিবার পাকিস্তানি নৌবহরটি বন্দর আব্বাসে পৌঁছেছে। এই নৌবহরে রয়েছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস খায়বার, পিএমএসএস ঝোব, পিএনএস মাদাদকার এবং পিএনএস রাহ নাওয়ার্দ।

ইরানি নৌকমান্ডার মোজতবা মোহাম্মাদি জানিয়েছেন, ইরানি নৌ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানি নৌসেনারা। তারা যৌথ সাংস্কৃতিক ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেবে। নৌবাহিনীর বন্দর আব্বাসের স্থাপনাগুলো পরিদর্শন করবেন পাকিস্তানি নৌসেনারা।