ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গত বছরে এক কোটি ২৬ লাখ ইয়াবা উদ্ধার বিজিবির


৭ জানুয়ারী ২০১৯ ০৭:৪৮

বিজিবির ইয়াবা উদ্ধার

২০১৮ সালে এক কোটি ২৬ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবার পাশাপাশি বিপুল পরিমান অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে সীমান্ত রক্ষাকারী এ বাহিনী ।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালে অভিযান চালিয়ে বিজিবি ৯০৩ কোটি ৭৪ লাখ দুই হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃত মাদকের মধ্যে রয়েছে এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট, তিন লাখ ৫৯ হাজার ১৫০ বোতল ফেনসিডিল, ৭৯ হাজার ২৮৬ বোতল বিদেশি মদ, চার হাজার ৬০৮ লিটার বাংলা মদ, ৩৬ হাজার ৪৩৫ ক্যান বিয়ার, ১৩ হাজার ৬৮২ কেজি গাঁজা, ৩৩ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, আট লাখ ৩৪ হাজার ৬৯৫ পিস এনেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট, ১৯ হাজার ৪৪৮টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৪৭ লাখ তিন হাজার ৮২৪ পিস অন্যান্য ট্যাবলেট।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালানদ্রব্যের মধ্যে রয়েছে ১৯৫ কেজি ৭৮৯ গ্রাম স্বর্ণ, ৯৩ হাজার ৮০০টি শাড়ি, ২৬ হাজার ৮৫টি থ্রিপিস, শার্ট পিস, এক লাখ ১৮ হাজার ৮৩৬ মিটার থান কাপড়, ৪৩ হাজার ৫৯টি তৈরি পোশাক, দুই লাখ ৩৮ হাজার ৫০২ সিএফটি কাঠ ও ৭২ হাজার ৪৭৯ কেজি চা পাতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৩টি পিস্তল, আটটি ওয়ান সুটার গান, চারটি একনলা পিস্তল, একটি একে-৪৭ রাইফেল, তিনটি রিভলবার, ১০টি এয়ার পিস্তল, ১১টি এয়ার গান, তিনটি পাইপ গান, আটটি ওয়ান সুটার পিস্তল, একটি দুইনলা বন্দুক, ৭৬টি ম্যাগাজিন, ৩৭২ রাউন্ড গুলি, ৫৬টি ককটেল, ১২টি বিভিন্ন প্রকারের বোমা, ৫০৪ কেজি সালফার, ১০টি ‘নিউজেল-৯০’ (বিস্ফোরক), ১৭টি ডেটোনেটর, ২৮ কেজি ১০০ গ্রাম গান পাউডার।

বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই হাজার ৭০৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে এক হাজার ৩১৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

নতুনসময়/আইএ