ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মন্ত্রিসভায় প্রথমবার স্থান পেলেন যারা


৭ জানুয়ারী ২০১৯ ০৬:৩০

মন্ত্রিসভায় নতুন মুখ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যরা।এবারের মন্ত্রিসভায় ৪৬ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন। গতবারের মন্ত্রিসভায় না থাকলেও এবারের মন্ত্রিসভায় অনেকেই স্থান পেয়েছেন।

আজ রোববার ক্যাবিনেট সচিব মোহাম্মদ সফিউল আলম নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেন।

প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন- ১০ জন। তাঁরা হলেন- শ ম রেজাউল করিম, টিপু মুন্সী, গোলাম দস্তগীর গাজী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম সুজন, এ বি তাজুল ইসলাম, ড. এ কে আবদুল মোমেন, নুরুল ইসলাম সুজন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. শাহাব উদ্দিন।

প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হয়েছে১৫ জন। তারা হলেন- খালিদ মাহমুদ চৌধুরী, ডা. এনামুর রহমান, আশরাফ আলী খান খসরু, কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমদ, স্বপন ভট্টাচার্য্য, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মো. মাহাবুব আলী, জাকির হোসেন, মো. মুরাদ হোসেন, ফরহাদ হোসেন, জাহিদ আহসান রাসেল, কে এম খালিদ, শরীফ আহমেদ, জাহিদ ফারুক।

তিনজন প্রথম উপমন্ত্রী - বেগম হাবিবুন্নাহার, এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল আহমেদ চৌধুরী নওফেল।

শেখ হাসিনার নেতৃত্বে আগামীকাল ৭ই জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

নতুনসময়/এসএইচ/আইএ