ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আফ্রীদি-তামিমের ব্যাটিংয়ে জয় দেখলো কুমিল্লা


৭ জানুয়ারী ২০১৯ ০৪:১৯

শহীদ আফ্রিদি ও তামিম ইকবালের ব্যাটিং নৈপুণ্যে আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় দেখলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রোববার সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় ২০১৫-১৬’র চ্যাম্পিয়নরা। মিরপুর শেরে বাংলা মাঠে টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথ। আর ১২৭/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে সিলেট। জবাবে ১ বল বাকি রেখে টার্গে পার করে কুমিল্লা। ৩৯ রানে অপরাজিত থাকেন কুমিল্লার পাকিস্তানি ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। ২৫ বলের হার না ইনিংসে আফ্রিদি হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা। ৩৪ বলে ৩৫ রান করেন ওপেনার তামিম ইকবাল।

স্মিথ ১৬ ও শোয়েব মালিক করেন ১৩ রান। সিলেটের বল হাতে পেসার আল আমিন ও নেপালি লেগস্পিনার সন্দীপ লামিছানে নেন দুটি করে উইকেট।