আগামীকাল শপথ নেবেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার বিকেলে এরশাদের শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আগামীকাল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ১১ টায় এরশাদকে ছাড়াই শপথ গ্রহণ করেছেন মহাজোটের সংসদ সদস্যরা।