পরকীয়ার বলি প্রবাসী স্বামী

রাজধানীর উত্তরখানে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন কামাল উদ্দিন (৩৮) নামে এক প্রবাসী স্বামী। নিহতের স্ত্রী সুমি আক্তার পূর্ব পরিকল্পিতভাবে কোমল পানীয় কোকা কোলার সাথে বিষ পান করিয়ে তার স্বামীকে খুন করেন।
এ ঘটনায় নিহত কামাল উদ্দিনের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে রয়েছেন। রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
উত্তরখান থানা পুলিশ স্ত্রীর হাতে নির্মমভাবে স্বামী খুনের এমন তথ্য নতুনসময়কে জানিয়েছে।
নিহত ওই প্রবাসী স্বামী উত্তরখান থানাধীন কুড়িপাড়া এলাকার মৃত আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে প্রবাসী হিসেবে ছিলেন। তাদের দাম্পত্য জীবনে আবু সুফিয়ান হাশমী নামে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরখানের কুড়িপাড়া এলাকায় সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খাবারের পর পানির গ্লাসে করে সুমি আক্তারের দেওয়া কোমল পানীয় কোকা কোলার পান করার পর থেকে কামালের বিষক্রিয়া শুরু হয়। পরবর্তীতে কামালের আত্মচিৎকার শুনে পাশের রুম থাকা তার মা সাকিরুন নেছা ছুটে আসেন। তিনি সুমিকে জিজ্ঞাসা করেন। এর সাথে সাথেই কোকা কোলার বোতলে থাকা বাকি পানীয়টুকু ফেলে দেয় সুমি। এরপর গ্লাসে থাকা সামান্য কিছু অংশ পানীয় সুমিও পান করেন। পরবর্তীতে তাদের বিষক্রিয়া শুরু হলে স্বামী-স্ত্রী উভয়কে বাসার লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার পর কামালের মৃৃৃৃত্যু হয়।
অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হলে সুমিকে গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ।
হত্যাকান্ডের বিষয়ে উত্তখান থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিন নতুনসময়কে বলেন, নিহত কামাল উদ্দিন দীর্ঘ দিন ধরে সৌদি আরবে ছিলেন। এ সুযোগে তার স্ত্রী সুমির সঙ্গে অন্য এক যুককের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমন ঘটনায় দুই বছর পূর্বে সুমিকে নিয়ে পারিবারিকভাবে একটি শালিসিও হয়েছিল।
নাসির উদ্দিন আরো বলেন, কামাল উদ্দিন দেশে ফেরার পরও সুমির এমন কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের এক পর্যায়ে সুমি তার স্বামীকে কোকা কোলার বোতলে ইদুর মারার বিষ মিশিয়ে পান করিয়ে খুন করেন। পরে বোতলে থাকা অবশিষ্ট অংশ সুমি কৌশলে ফেলে দেয়। এরপর বিষয়টি পরিবারের অন্যান্য লোকজন টের পেয়ে গেলে গ্লাসে থাকা সামান্য অংশ সুমিও পান করে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন নতুনসময়কে বলেন, প্রবাসীর মৃত্যুর ঘটনায় নিহতের বড় বোন ফরিদা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ০৮ (তাং- ০৫/০৯/২০১৯)। উক্ত মামলায় সুমিকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে সুমি পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান আকন্দ নতুনসময়কে বলেন, নিহতের লাশের সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
এদিকে নিহতের বড় বোন ফরিদা খাতুনের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, কামাল বিদেশে থাকার কারণে তার স্ত্রী সুমি আপত্তিকর চলাফেরা করত। এতে আমরা বাধা দিলে অবজ্ঞামূলক ব্যবহার করত।
ফরিদা খাতুন বলেন, গত মে মাসে সৌদি আরব থেকে ভাই দেশে ফেরার পরও সুমির তার অবস্থান থেকে না সরার কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। এছাড়াও সুমি প্রায়ই বলত, কামাল তার চলাফেরায় বাধা দিলে কামালকে খুন করে সেও আত্মহত্যা করবে।
পূর্ব পরিকল্পিতভাবেই সুমি কামালকে খুন করেছেন বলে দাবি করেন ফরিদা খাতুন।
একেএ