পরিষ্কার করে বলছি, আমরা শপথ নিচ্ছি না: ফখরুল

আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছি, আমরা পরিষ্কার বলছি আমরা শপথ নিচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় গুলশানের বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনে অংশ নেয়া ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনে নিজ নিজ আসনের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনে যাচ্ছি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নিষ্ঠুর প্রতারণা জনগণের সাথে করা হয়েছে। তাই ইতিমধ্যে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি। আমাদের প্রার্থীদের এই প্রতিবাদ এবং নির্বাচন প্রত্যাখানের চিঠি সংবলিত স্মারকলিপি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি।
নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নিবাচনের দাবি জানিয়ে তিনি বলেন, প্রত্যাক পার্থী ট্রাইব্যুনালে তাদের অভিযোগ এবং নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে মামলা করবেন।
দুপুর বেলা ১২ টায় শুরু হয়ে বৈঠক চলে বেলা দেড়টা পর্যন্ত।
দুপুর পৌনে ৩টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব ঐক্যফন্টের সকল দলের একজন প্রতিনিধি নির্বাচন কমিশনে উদ্দেশ্যে গুলশানের কার্যালয়ে থেকে রওনা দেন।