ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


এই নির্বাচনের উচিত জবাব দেবে জনগণ: রব


৪ জানুয়ারী ২০১৯ ০০:০১

ছবি-নতুন সময়

আমরা এবার নির্বাচনে গিয়েছি জনগণকে সাথে নিয়ে । জনগণ এই অবৈধ নির্বাচনের উচিত জবাব দিবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) সকালে গুলশানের বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের বৈঠক শুরু হওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।

আ স ম আব্দুর রব বলেন, ১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি স্বাধীন দেশ গড়ার জন্য । তখন সেনাবাহিনীর, বিডিআর, পিপিআর, পুলিশ সিভিল প্রশাসন আমাদের পক্ষে ছিল। ১৯৫৪সালে সব যুক্তফ্রেন্টর পক্ষে ছিল। এবারে নির্বাচন হলো ঘরে শত্রু বিবিশন। ঘরে নিজের ভাই এর বিরুদ্ধে যুদ্ধ করা। আর অন্যের বিরুদ্ধে যুদ্ধ করার পার্থক্য আছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে গায়ের জোরে কোন নেতার ইচ্ছায় আন্দোলন হয় না। পৃথিবীর যদি স্বৈরাচারী সরকার চির স্থায়ী না হয়ে থাকে তাহলে এই সরকার ও টিকবে না।

তিনি বলেন, এই পর্যন্ত সব নির্বাচন দেখেছি। পৃথিবীর বিভিন্ন পুঁজিবাদী দেশ, গণতন্ত্রীক ও সমাজ তান্ত্রিক দেশে নির্বাচন দেখেছি। ভোট ডাকাতি আমাদের আশেপাশের দেশেও হয়। কিন্তু এমন জঘন্যতম এবং বেহায়াপনা ডাকাতির নির্বাচন আমি দেখিও নাই পড়িও নাই। আমাদের দেশের জনগণ ভোট দিতে চেয়েছিল কিন্তু ভোট ২৯ডিসেম্বর রাতেই শেষ হয়ে গেছে । যেমন পরিক্ষার আগে প্রশ্নপত্র শেষ, তেমনি ভোটের আগে ব্যাল্ট পেপার শেষ। আমার এলাকায় কিছু ব্যাতিক্রম রয়েছে। নির্বাচনের ১৫দিন আগে থেকেই গ্রেফতার, হুমকি, নির্যাতন অফিসে আগুন লাগানো শুরু হয় আমার এলাকায় এবং কর্মীরা নির্বাচনে সময় বাড়িতে ঘুমাতে পারেনি।

 

আনু/নতুনসময়