ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


৩ জানুয়ারী ২০১৯ ২৩:৪৮

ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ সূত্র এ তথ্য জানানো হয় ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সাক্ষাৎ হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ।

এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ দিয়েছেন। বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন তাদের শপথ বাক্য পাঠ করান। সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো দলটি।