নতুন এমপিদের শপথ আগামীকাল

জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নেবেন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নবনির্বাচিত সদস্যবৃন্দ আগামীকাল শপথ নেবেন। ২৯৮ আসনের প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেট ইতোমধ্যে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ করেছে।
৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদের মোট ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে এ আসনে নির্বাচন ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২৫৯, এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, ওয়ার্কার্স পার্টি ৩, জাতীয় সমাজতান্ত্রিক দল ২, বিকল্প ধারা বাংলাদেশ ২, তরিকত ফেডারেশন ১, গণ ফোরাম ২, আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসন পেয়েছেন।
নতুনসময়/আইএ