কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকার অদূরে কেরানীগঞ্জের মডেল থানাধীন পটকাজোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন রুবেল (৪২) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার ভোরে ওই এলাকার একটি বাড়ির তিনতলা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত জাকির হোসেন রুবেল ওই এলাকায় ভাড়া বাসায় থেকে আলম মার্কেটের একটি প্যান্টের দোকানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।
কেরানীগঞ্জ মডেল থানার শাকের মোহাম্মদ জোবায়ের জানান, কেরানীগঞ্জের মডেল থানাধীন পটকাজোড় এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি । এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।