ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


প্রাথমিক শিক্ষকদের কর্মসূচীতে পুলিশের বাধা, আটক ৫


৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৯

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির হয়। পু‌লিশ তা‌দেরকে উ‌ঠি‌য়ে দেয়ার চেষ্টা কর‌লে তারা না সর‌তে চাই‌লে ৫ জনকে আটক করা হয়।

বৃহস্প‌তিবার (৬ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, আ‌নোয়ার হো‌সেন, বজলুল আ‌মিন সরকার, নীগার সুলতানা ও বেসরকারি প্রাথমিক ম‌হিলা প‌রিষ‌দের সম্পা‌দিকা লীরা রা‌ণী দাস।

পু‌লিশ ভ্যান থে‌কে লীরা রাণী দাস ব‌লেন, আমরা আমা‌দের ন্যায্য দা‌বির জন্য এসেছি। কিন্তু পু‌লিশ আমা‌দের অন্যায়ভা‌বে আটক করেছে।

এসময় তি‌নি আরও ব‌লেন, আমা‌দের গ্রেফতার করুক আর যাই করুক আমরা আমা‌দের দা‌বি আদায় না হওয়া পর্যন্ত রাজপ‌থে থাক‌বো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তকর্তা বলেন, ওপরের নির্দেশ আছে। এখানে কোনো কর্মসূচি তারা করতে পারবে না। ওপ‌রের নি‌র্দেশ মতো আমরা কাজ কর‌ছি। এর চে‌য়ে বেশি কিছু বল‌তে পার‌বো না।

একেএ