একাদশ সংসদে ক্রীড়াঙ্গন থেকে এমপি হলেন যারা

গত ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে শেষ হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গণের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবে, সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন মাশরাফি।
মাশরাফিসহ ক্রীড়াঙ্গন থেকে এমপি হলেন যারা:
মাশরাফি বিন মর্তুজা
ভোটের ইনিংসেও জয় দিয়ে শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামিলিগ প্রার্থী মাশরাফি। ভোট গণণার শুরু থেকেই নজর ছিল নড়াইল-২ আসনের দিকে। আর সেখানে প্রথম থেকেই এগিয়ে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। ২ লক্ষ ৭১ হাজার ২১০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন টাইগার এই অধিনায়ক।
নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার ৮৪৪ জন। নৌকা প্রার্থী মাশরাফির ধারেকাছে কেউ ঘেঁষতে পারেননি। নড়াইল-২ থেকে বিএনপি প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩টি ভোট।
নাজমুল হাসান পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ২ লক্ষ ৮৪ হাজার ৯৩৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে তিনি পরাজিত করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা শরীফুল আলমকে, যিনি পেয়েছেন মাত্র ২৭ হাজার ৮৯০ ভোট।
নাঈমুর রহমান দুর্জয়
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী খন্দোকার আব্দুল হামিদ ডাবলু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুর্জয় পান ২ লাখ ৫১ হাজার ৯৫৫ ভোট এবং ডাবলু পান ৫৬ হাজার ৪৪৭ ভোট।
আব্দুস সালাম মুর্শেদী
বাংলাদেশের সাবেক জাতীয় দলের সুপারস্টার ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ওই আসনে মুর্শেদী পেয়েছেন মোট ২ লাখ ২৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল পেয়েছেন মাত্র ১৪ হাজার ১৮৭ ভোট।
আ হ ম মুস্তফা কামাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ আসনে এবারের নির্বাচনের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ৫৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১২ হাজার ১৮৩ ভোট।
একইসঙ্গে ক্রিকেট অঙ্গনের আরও কিছু পরিচিত মুখ সংসদ সদস্য হওয়ার কৃতিত্ব গড়েছেন। ঢাকা-৯ আসনে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। নারায়ণগঞ্জ-১ আসনে বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী নির্বাচিত হয়েছেন।