অবশেষে থ্রি-জি ও ফোর-জি সেবা চালু

নির্বাচন শেষে ফের থ্রি-জি ও ফোর-জি সেবা চালু করেছে মোবাইল অপারেটরগুলো। মঙ্গলবার সকাল সোয়া ১০টার পর থেকে সচল হতে থাকে মোবাইল ইন্টারনেট।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নির্দেশ দেওয়ার পর এ সেবা চালু করা হয় বলে মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে।
এর আগে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে তিন দফা মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।
প্রথমবার বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি মোবাইল সেবা বন্ধ রাখতে বলে বিটিআরসি।
এসময় টু-জি ইন্টারনেট সেবা চালু থাকলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করাও কষ্টকর হয়ে পড়ে গ্রাহকদের জন্য।
তবে বিটিআরসির নির্দেশে শুক্রবার সকাল ৮টা থেকে আবার এই সেবা চালু করে মোবাইল অপারেটরগুলো।
শনিবার আবার মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল ফোন অপারেটর কর্মকর্তারা ৩৩ ঘণ্টার জন্য এ সেবা বন্ধ রাখার ‘নির্দেশনা’ পেয়েছেন বলে জানান।
এরপর রোববার ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে মোবাইল ফোন অপারেটররা সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করে। কিন্তু রাত ৯টার পর আবার ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।