ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


৫২টি অভিযোগের বিষয়ে খতিয়ে দেখবে মানবাধিকার কমিশন


২ জানুয়ারী ২০১৯ ০৩:৩১

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে ভোটের এতো বেশি ব্যবধান গবেষণা করে দেখা উচিত বলেছেন,জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক । আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনের নানা বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে সারা দেশ থেকে আসা মোট ৫২টি অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ অভিযোগ ভয়-ভীতি প্রদর্শন, ভোট না দিতে বাধা প্রদান, এ রকম আসছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে।’

নির্বাচনে জয় পরাজয়ে ভোটের ব্যবধান এতো বেশি কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এই কারণ আমি বলতে পারব না, তবে এতো ভোটের ব্যবধান কেন হলো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এটা গবেষণা করে দেখা উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে,‘যে মানুষগুলো সহিংসতায় মারা গেছেন, আমরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। নির্বাচন কমিশনকে চিঠি দিব। তারা এসব বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তাও জানব। আমরা কমিশনের পক্ষ থেকেও তদন্ত করব।