এটা কি মামা বাড়ির আবদার?’ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,এটা কি মামা বাড়ির আবদার?’ ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট করেছে সেটিকে প্রত্যাখ্যান করতে চাইলেই তা করতে হবে।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ৩০ ডিসেম্বর ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। ভোট উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। দেশে নজির বিহীন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। দেশী-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলেছে।।