ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


৩ জানুয়ারি সংসদ সদস্যদের শপথ : তথ্যমন্ত্রী


২ জানুয়ারী ২০১৯ ০০:১১

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্পিকার শিরীন শারমীন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সোমবার এ তথ্য জানান তিনি । বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।


তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ জানুয়ারি সংসদ সদ্যরা শপথ নেবেন। এর আগে গেজেট জারি হবে।’

গত রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।