ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


২০ দলীয় জোটের জরুরি বৈঠক


১ জানুয়ারী ২০১৯ ০৬:১৫

প্রতীকি ছবি

জরুরি বৈঠকে বসেছে বিএনপি। নির্বাচন পরবর্তী বিষয়ে করণীয় ঠিক করতে আজ সোমবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, স্থায়ী কমিটির সভা শেষে এদিনই একই জায়গায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সোমবার বিকাল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রোববার দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা ২৯৮ আসনের।

অন্যান্য দলের মধ্যে ওয়াকার্স পার্টি ৩টি, বিকল্পধারা দুটি, জাসদ দুটি, জাসদ (আম্বিয়া) ১টি, জেপি ১টি ও তরিকত ফেডারেশন ১টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়। ফলাফলে আওয়ামী লীগ ২৫৮টি আসনে, জাতীয় পার্টি ২২টি, বিএনপি ৬টিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ৮টি আসনে জয়ী হয়েছে।