প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করার জন্য সংবাদ সম্মেলন করবেন । আজ সোমবার বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
গতকাল রোববার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এখন পর্যন্ত ২৬৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। জাতীয় পার্টি ২২টি ও বিএনপি জোট ছয়টি আসনে জয়লাভ করেছে।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবদুর রহমান বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিদেশি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের শুভেচ্ছা জানাতে সংবাদ সম্মেলন করবেন। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও থাকবেন। তবে সংবাদ সম্মেলনটি কোথায় হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।