ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


জয় আমাদের সুনিশ্চিত: স্বরাষ্ট্রমন্ত্রী


৩০ ডিসেম্বর ২০১৮ ২২:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। নৌকা মার্কার জয় সুনিশ্চিত।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, আমি ১০ বছর এখানে সংসদ সদস্য ছিলাম, আছি। মানুষের সঙ্গে ছিলাম। আশা করছি তারা আমাকে ভোট দেবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

ঢাকা-১২ আসনে (তেজগাঁও, শেরেবাংলা ও রমনা আংশিক) আসাদুজ্জামান কামালের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম নীরব।
নীরবের সঙ্গে তার কথা হয়েছে কি-না? এ বিষয়ে জানতে তিনি বলেন, তার (সাইফুল ইসলাম নীরব) বিরুদ্ধে তো ওয়ারেন্ট রয়েছ। সে আমার পাশে দাঁড়াবে কী করে? ওয়ারেন্ট ছাড়া এলে অবশ্যই তার সঙ্গে কথা হতো, তথ্য বিনিময় হতো, কুশল বিনিময় হতো।

নতুনসময়/আইএ