ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভোট বানচালে সাম্প্রদায়িক শক্তি তৎপর: কাদের


৩০ ডিসেম্বর ২০১৮ ২১:২৬

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের পরিবেশ এখনও অনেক শান্ত। তবে ভোট বানচালে সাম্প্রদায়িক শক্তি তৎপর রয়েছে। তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

রোববার সকাল আটটা ৫০ মিনিটে উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি স্কুলে কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি ।

এসময় তিনি বলেন, নির্বাচন বানচালে সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। ভোটের পরিবেশ এখনও অনেক শান্ত, বিচ্ছিন্ন ঘটনা কোনও প্রভাব ফেলবে না।

এ আসনটি দুটি উপজেলা ও দুটি পৌরসভা (কোম্পানীগঞ্জ উপজেলার একটি পৌরসভা আট ইউনিয়ন ও কবিরহাট উপজেলার এক পৌরসভা সাত ইউনিয়ন) ও সদর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত।

নতুনসময়/আইএ