কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কন্ট্রোল রুম

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের ৬৮ কারাগারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বন্দীদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে কারা অধিদদপ্তর। নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে কারাভ্যন্তরে বা কারাগারের বাইরের কারা সংশ্লিষ্ট যে কোন প্রকার দুর্ঘটনা বা জরুরী পরিস্থিততির সৃষ্টি হলে এই কন্ট্রোল নাম্বারে সাথে সাথেই সিদ্ধান্ত প্রদানের জন্য যোগাযোগ করতে কারা অধিদপ্তর থেকে বলা হয়েছে। দিনরাত ২৪ ঘন্টাই এ কন্ট্রোল রুম খোলা থাকবে। ঢাকা বিভাগের উপ কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। একইসাথে দেশের ৬৮ কারাগারের আটক প্রায় ৯৮ হাজারের অধিক বন্দীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কারাভ্যন্তরে নির্বাচন নিয়ে বা যে কোন প্রকার নাশকতার সৃষ্টি কিংবা পরিকল্পনাও যেনো না করতে পারে সেজন্য ও কারাগার এলাকায় শৃংখলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণের জন্য প্রতিটি কারাগারকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক হেডকোয়ার্টার) মো: বজলুর রশিদ।
ঢাকা বিভাগের উপকারা মহাপরিদর্শক টিপু সুলতান বলেন, সময়ের মধ্যে কারাভ্যন্তরে বা কারাগার এলাকায় যেনো কোন প্রকার নাশকতার চেষ্টা না করতে পারা ও কোন প্রকার পরিকল্পনা করে সফল না হতে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। যদি কোন প্রকার দুর্ঘটনা ঘটে কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবেই সংশ্লিষ্ট সকলের সাথে যোযাযোগ করে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবো। ঢাকা বিভাগের সকল জেলের পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা রক্ষায় কতৃপক্ষের নির্দেশনা পালনে আমরা ২৪ ঘন্টাই সতর্ক ও সচেষ্ট রয়েছি।
কারা অধিদপ্তরের উপ কারা মহাপরিদর্শক মো: বজলুর রশিদ, ঢাকা বিভাগের উপ-কারা মহাপরিদর্শক টিপু সুলতান, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) সাজ্জাদ হোসেন, সহকারী কারা মহাপরিদর্শক (অর্থ) সুরাইয়া আক্তার, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশিক্ষণ ও ক্রীড়া) আমিরুল ইসলাম ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ২৪ ঘন্টা কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত থাকবেন। কন্ট্রোল রুমের সার্বিক তত্তাবধানের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল ইকবাল হাসান বিজিবিএম। সহকারী কারা মহাপরিদর্শক (অর্থ) সুরাইয়া আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তর সুত্র জানায়, প্রতিটি কারাগারে রিজার্ভ ফোর্স বৃদ্ধি, দাঙ্গা প্রতিরোধের জন্য কারাগারের নিজস্ব দাঙ্গা বাহিনীতে প্রস্তুত রাখা, নিরাপত্তা ব্যবস্থা নজরধারী করতে ভেতরে ও বাইরে সকল ডেপুটি জেলারসহ সংশ্লিষ্ট কর্মকতার ২৪ ঘন্টাই পরিদর্শন করা, প্রতিটি কারাগারের ওয়াচ টাওয়ার টহল ও কারাগারের ভেতরে বাইরে কারারক্ষীদের মাধ্যমে নিরাপত্তা টহল বৃদ্ধি করা ও সার্বক্ষণিক নজরধারীতে রাখা, কারা এলাকার নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা, স্থানীয় থানার সাথে যোগাযোগ রক্ষা করা, কারাভ্যন্তরের ও বাইরে নিজস্ব কারা গোয়েন্দাদের তৎপর থাকা, বন্দীদের কারাভ্যন্তরে চলাচলের উপর নজরধারী বৃদ্ধি করা, বন্দীর স্বজনদের সাথে স্বাক্ষাতের উপর নজরধারী বৃদ্ধি সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য উর্দ্ধতন কর্মকর্তাগণের মাধ্যমে তা পৌছে দিতে কন্ট্রোল রুমের সাহায্য নেয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কারা উপমহাপরিদর্শক হেডকোয়ার্টার) মো: বজলুর রশিদ বলেন, কারা অধিদপ্তর থেকে কারা বিভাগের সকল কারা উপমহাপরিদর্শক, সহকারী কারা মহাপরিদর্শক, সকল কারাগারের সিনিয়র জেল সুপার, জেল সুপার, জেলার, ডেপুটি জেলারদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কন্ট্রোল রুমের মাধ্যমে সহায়তার কথা বলা হয়েছে। নির্বাচনকালীন কারাবন্দীর নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। যা ২৪ ঘন্টাই উর্দ্ধতন কর্মকর্তাগণ দ্বারা পরিচালিত হচ্ছে। যখনই ঘটনা তখনই সমাধান করা হবে।
নতুনসময়/আইএ/