নির্বিঘ্নে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন,সারাদেশে ভোটের নিরাপদ পরিবেশ তৈরী হয়েছে । ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ারও আহ্বান জানান সিইসি।আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, এরইমধ্যে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোট হবে, সে সব কেন্দ্রেও ইভিএম মেশিন পৌঁছে গেছে।
কারও কারণে নির্বাচন যাতে বিঘ্ন না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।এসময় তিনি বলেন, নির্বাচন কেন্দ্র করে কোন সহিংসতা বা নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী।