ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মোড়ে মোড়ে তল্লাশি, মোটরসাইকেল জব্দ


৩০ ডিসেম্বর ২০১৮ ০০:২৮

মোটরসাইকেল জব্দ করছে সার্জেন্ট

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে বের হওয়া চালকদের রাজধানীর বিভিন্ন স্থানে জব্দ করা হচ্ছে। জব্দকৃত মোটরসাইকেলগুলো স্থানীয় থানায় পাঠানো হচ্ছে। নির্বাচনের পরপর সেগুলো ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা্ পল্টন, কাকরাইল, বাড্ডা-রামপুরা ও যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক ও থানা পুলিশের সদস্যদের বিচ্ছিন্নভাবে মোটরসাইকেল জব্দ করতে দেখা যায় ।

সকালে রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের নিচে ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যেতে দেখা গেছে। যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করে ওয়ারী থানায় নিয়ে যাওয়ার হয়।

এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনায় শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়।

রামপুরা এলাকার আবুল হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহী বলেন, আমরা নির্দেশনার বিষয়ে জানতাম না। তাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। এখন সেটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিক পুলিশের মতিঝিল জোনের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের আটক করা হচ্ছে। তাদের থানায় নিয়ে যাওয়া হবে। ভোটের পর তাদের মোটরসাইকেল ফিরিয়ে দেয়া হবে।