ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে ঘরে আগুন লেগে ২ ভাই নিহত


২৯ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৬

প্রতিকি

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে দুইভাই নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে । পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ঘর থেকে পলাশ (১২) ও তুষার (৭) নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

এছাড়া নিহত ওই ভাইয়ের বাবা ইকবাল হোসেনকে (৫৫) দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, দুই রুমের একটি টিনশেড ঘরে রাতে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত। তাছাড়া ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে ওই দুই শিশু মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।