ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঐক্যফ্রন্টের অফিস ভবনের লাগা আগুন এখন নিয়ন্ত্রণে


২৯ ডিসেম্বর ২০১৮ ০৫:০০

ছবি সংগৃহিত

রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে ১৫তলার ভবটিতে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কয়েক ঘণ্টা চেষ্টায় শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, ঐক্যফ্রন্টের কার্যালয়ে আগুন লাগেনি। তবে আমরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারি।

ভবনটির নবম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের কার্যালয়। এখানেই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে তখন।