ভোটের দিন গুজব মোকাবেলায় সক্রিয় থাকবে সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট

৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন সক্রিয় থাকবে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট। মূলত গুজবকে মোকাবেলা দিনভর সক্রিয় থাকবে পুলিশের বিষেশায়িত এ ইউনিট। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্লোনিং করা নম্বর থেকে আসা ফোন কলের দিকে বিশেষ নজর রাখবে তারা ।
সিটিটিসি সূত্রে জানা যায়, নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বিগত দুই মাস যাবত কাজ করছে বিভাগটি। এগুলোর মধ্যে জঙ্গি তৎপরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং এবং গুজব প্রতিহতে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি আলোচনায় আসা, ফোন নম্বর ক্লোনিং করে আসা ফোন কলের দিকেও রাখা হচ্ছে সতর্ক নজরদাড়ি। আর ভোটগ্রহণের দিন এবং পরবর্তী কয়েকদিন এই নজরদারি আরো জোরদার করা হবে।
এছাড়াও কোনো খবর বা তথ্য সম্পর্কে নিশ্চিত হতে এবং গুজব বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য যেন নাগরিকেরা জানাতে পারেন সেজন্য খোলা হয়েছে হটলাইন নম্বর- ০১৭৬১৬১১৫২২।
এ ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমরা দেখেছি যে, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, আফগানিস্তান এবং আফ্রিকার কিছু দেশে যেখানে জঙ্গিবাদের প্রবণতা রয়েছে, সেখানে নির্বাচনের সময় জঙ্গিরা সক্রিয় হয়ে ওঠে। জঙ্গি পরিচয়ের বাইরে গিয়ে বিভিন্ন দলে প্রবেশ করে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য নানাবিধ প্রচার-প্রচারণা ও প্রোপাগাণ্ডা ছড়ায়। কখনও দলীয় পরিচয়ে আবার কখনও ব্যক্তি বা সংগঠন পরিচয়েও তারা এসব করে।
নাজমুল ইসলাম বলেন, বিগত দুই মাসে গুজব এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এমন প্রায় আড়াইশ ফেসবুক আইডি আমরা শনাক্ত করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি। তদন্তে মোট মামলা দায়ের করা হয়েছে ১৩টি, গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৪০টি ফেসবুক পেজ, ৩৩টি ভুয়া নিউজ পোর্টাল এবং ১২টি ইউটিউব চ্যানেল। এছাড়াও ‘বিডি আর্মি’ নামে প্রায় ১৪৩টি ফেসবুক পেজের সন্ধান পেয়েছি আমরা। ৮০টি বন্ধ করা হয়েছে এবং বাকিগুলোও বন্ধের কাজ চলছে।
তিনি আরও বলেন, ভোটের দিন গুজব প্রতিহতে সার্বক্ষণিক সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারীর আওতায় আনা হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের দিন তাৎক্ষণিক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি।
নতুনসময়/আইএ