ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ব্যাচেলরদের বাসা ছাড়ার খবর গুজব: ডিএমপি


২৮ ডিসেম্বর ২০১৮ ০৭:২৯

ফাইল ফটো

রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়তে কোনো নির্দেশনা দেননি ডিএমপি। আজ বৃহস্পতিবার ডিএমপি মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোন ধরনের নির্দেশনা প্রদান করা হয়নি।।এ প্রচারটি ছিল একটি গুজব আর কিছু নয়।

প্রসঙ্গত,আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমও কয়েকটি গণমাধ্যমের খবরে দেখা যায়, রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের আজ সন্ধ্যার পরই বাসা ছাড়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।