ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


র‌্যাবের হাতে ৮ কোটি টাকাসহ গ্রেফতার তিন জনের ৫ দিনের রিমান্ড


২৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৪

ছবি-সংগৃহিত

রাজধানীর মতিঝিলে নির্বাচনে ভোট কেনার জন্য প্রায় সাড়ে ৮ কোটি টাকাসহ র‌্যাবের হাতে গ্রেফতার তিন জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন ইউনাইটেড কর্পোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টার প্রাইজের জিএম (এডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।

বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মতিঝিল থানায় মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন পুলিশের এসআই ফারুক হোসেন।


অপরদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনেরও আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা ।

শুনানি শেষে ঢাকা বিচারক মাসুদ উর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক উদ্ধার করা হয়। টাকাগুলো ‘একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য’ দুবাই থেকে বাংলাদেশের পাঠানো হয়েছে বলে জানিয়ে ছিলেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।