ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ করা উচিত


২৭ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৫

ফাইল ফটো

এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ করা উচিত।"
আজ বুধবার (২৬ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেচ্ছা উচ্চবিদ্যালয় মাঠে

এর আগে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার- সিইসি কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেন ড. কামাল হোসেন। ড. কামাল হোসেনকে উদ্দেশ করে কাদের বলেন,
"যার পদত্যাগ চাইলেন, তার সঙ্গে কেন বৈঠক করতে গেলেন?"

তিনি আরও বলেন, "নৌকা এবং জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার সরকার। দেশে নৌকার বিকল্প হচ্ছে পেট্রোল বোমা, শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো,
বাস-ট্রাকে আগুন, মানুষ পুড়িয়ে মারা এবং গাছ কেঁটে সড়ক অবরোধ করা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প হচ্ছে; মানুষ হত্যা করা, চুরি, ডাকাতি, ধর্ষণসহ দেশে
বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করা। তাই জনগণ ৩০ তারিখে নৌকায় ভোট দেবে।

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য
রাখেন, কুমিল্লা ১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার,
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।