ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আসাদুজ্জামান খান কামালের পক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের গণসংযোগ


২৬ ডিসেম্বর ২০১৮ ০৮:০২

ছবি সংগৃহিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহজোট মনোনীত প্রার্থীদের পক্ষে রাজধানীতে গণসংযোগ করছে ঢাকা দক্ষিণ যুবলীগ।

আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ঢাকার-১২ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে মাঠে গণসংযোগ করে নৌকায় ভোট চান যুবলীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবর রহমান পলাশ এ সময় বলেন, ‘শুরু থেকেই নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতে ষড়যন্ত্র করে চলছে, নির্বাচন বানচাল করতে চায়।তারা নির্বাচন চায়না। তাদের যে কোনো সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে যুবলীগের নেতাকর্মীরা ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে সজাগ রয়েছে।’
এসময় পলাশ আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই গণতন্ত্র ও উন্নয়ন। ভোট ও ভাতের অধিকার। উন্নয়ন কথা বিবেচনা করে দেশের মানুষ মহাজোট মনোনীত প্রার্থীদের ভোট দিবে।’
আওয়মী লীগ সরকার দেশকে উন্নয়নে উচ্চতায় নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘উন্নয়ন আর জনগণের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার হাতেই হয়েছে। আপনারা মহাজোট প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখুন।’

দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি বলেন, ‘আসাদুজ্জামান খান কামাল অত্যন্ত সৎ ও বিচক্ষণ ব্যক্তি একজন মানুষ। তিনি দেশ থেকে চাঁদাবাজি ও মাদক রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ৩০ ডিসেম্বর আসাদুজ্জামান খান কামালকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

তিনি বলেন, ‘এর আগে আমরা ঢাকা-৬ আসনে মহাজোট মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৮ আসনের প্রার্থী রাশেদ খান মেননের জন্যে নৌকা ও লাঙল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছি।’

ঢাকা-১২ আসনে আজকের গণসংযোগে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ যুবলীগের আরেক সহ-সভাপতি খোরশেদ আলম মাসুদ, ৩৬ নং ওয়ার্ড কমিশনার তইমুর রেজা খোকন, মহানগর যুবলীগের ক্রীড়া উপ-সম্পাদক আলী আহম্মেদ রিপন, মহানগর যুবলীগের সাবেক নেতা নুরে খালিদ, ওসমান প্রমুখ।