ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সকল জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু


২৬ ডিসেম্বর ২০১৮ ০৭:০৪

প্রতীকি ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু করতে যাচ্ছে আজ, মঙ্গলবার বিকেল থেকে শুরু করেছে এ কার্যক্রম। দূরবর্তী জেলাগুলো ছাড়াও আজ পার্বত্য জেলাগুলো পাঠানোর কথা রয়েছে।ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২২৩ আসনের ব্যালট মুদ্রণ পুরোপুরি শেষ। জামায়াত নিয়ে ইসির সিদ্ধান্ত এবং কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা যাচ্ছে না।এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় জেলায় নির্বাচনী সামগ্রী পাঠিয়েছে ইসি। ব্যালাট পেপার ছাড়া অন্য সামগ্রী পাঠানো হয়েছে।বিভিন্ন সূএে জানাগেছে, সরকারি মুদ্রনখানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরপাত্তায় ব্যালট পেপারগুলো প্রতিটা জেলায় পাঠানো হবে।ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে।