দেশে কোন দরিদ্র থাকবে না : শেখ হাসিনা

গত কাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন । এবার বললেন যদি আগামী নির্বাচনে আমরা জয়ী হয়,তাহলে কোনো মানুষ দরিদ্র থাকবে না ।
আজ দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, বিএনপির সরকারের আমলে লোডশেডিংয়ে সারা দেশে অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল । তারা জনগণের রোষের মুখে পড়েছিল। তারা গুম ,হত্যা ,জ্বালাও পোড়ার রাজনীতির বিশ্বাস করে । আমরা শান্তি জন্য কাজ করি । আমরা ক্ষমতায় আসার পর পানির সমস্যা দূর করেছি , বিদ্যুতের সমস্যা নেই ।
আসন্ন একাদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিএনপি-জামায়াত জোট সরকার যা করতে পারেনি আমরা তা করে দেখিয়েছি । তারা কথা দেয় রাখে না ।
আমরা যা বলি তা করি ও করব । আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে তা রক্ষার জন্য আরএকবার ক্ষমতায় আসা দরকার আছে ।