শালকোনা সীমান্তে ১০ পিস সোনার বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার শালকোনা ক্যাম্পের বিজিবি সদস্যরা আমতলা গাতিপাড়া নামক গ্রামের রাস্তার উপর অভিযান চালিয়ে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে। আটক পাচারকারী যশোর কতোয়ালী থানার খড়কী গ্রামের মমিনুল ইসলামের ছেলে হাসান আলী (৩২)।
বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটার সময় যশোর কতোয়ালী থানার খড়কী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান সোনার একটি চালান নিয়ে শার্শার আমতলা গাতিপাড়া হয়ে শালকোনা সীমান্তের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য আব্দুর রহমান, ছিদ্দিকুর রহমান ও নজরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে হাসান আলী নামে একজন স্বর্ন পাচারকারীকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের সোনা সহ আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক, হাসান আলী নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।
আইএমটি