ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘আমি নোংরামি পছন্দ করি না’: মুর্তাজা


২৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৬

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন । তিনি প্রচারণার সময় বলেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা শারীরিক বা মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান । ম্যাশ বলেন ‘আমি নোংরামি পছন্দ করি না।’

 

নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা নড়াইলবাসীকে নৌকা প্রতীক দিয়েছেন । নৌকার পক্ষে ভোট দিয়ে এ সম্মান রক্ষার আপনারা করবেন । যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা যেন কোন আঘাত না পান সেদিকে নজর রাখবেন ।

মাশরাফি বলেন, আমি আপনাদের সন্তানের মতন । আমার কোনো ভুলত্রুটি থাকলে তা ক্ষমা করে দেবেন । নৌকার জয় হবেই ।

তিনি এসময় নির্বাচনে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান ।

সভাপতিত্ব করেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো.গোলাম নবী । আরও ছিলেন সভাপতি সুবাস বোস, আইনজীবী মো. খবির উদ্দীন, সাঈফ হাফিজুর রহমান, মো.ফজলুর রহমান জিন্নাহ, মো.সোহরাব হোসেন বিশ্বাস, অচীন চক্রবর্তী ব্যক্তিবর্গ ।

 

এফ,আর