সশস্ত্র বাহিনীকে স্বাগত জানিয়েছেন : ড. কামাল

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছেন । এছাড়াও তিনি বলেন , সশস্ত্র বাহিনী অবশ্যই সকল দলের জন্য সমান ভাবে কাজ করবে বলে তিনি মনে করেন ।
আজ এক বিবৃতি তিনি সেনা মোতায়েন বিষয়ে এ সব কথা বলেন , এর মাধ্যমে নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে ।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার থেকে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে । ২৪ থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী থাকবে ।
তিনি আরও বলেন , এটা ভাল দিক যে সেনা মোতায়েনের ফলে নির্বাচনী পরিবেশে অনুকূল অবস্থা সৃষ্টি হতে পারে । যা আগের থেকে উত্তম ।
আরও বলেন, তারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কাজ থেকে বিরত থাকবে । তারা যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ না করে । সশস্ত্র বাহিনী দেশর জন্য কাজ করবে মানুষের পক্ষে থাকবে । তারা তাদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবে ।
এফ,আর