ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন : লতিফ সিদ্দিকী


২৪ ডিসেম্বর ২০১৮ ০৫:২১

ফাইল ফটো

টাঙ্গাইল-৪ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন । নির্বাচনের সাত দিন আগে তিনি এ ঘোষণা দেন ।


আজ তিনি সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, আমি আর নির্বাচন করতে ইচ্ছুক নয়  । কারণ  নির্বাচনের মাঠ সবার  জন্য সমান নেই ।

এসময় আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছি এবং সব তাকে জানিয়েছি । কিন্তু কোন লাভ হয়নি । আমার সর্মথকরা প্রচারণা চালাতে পারছে না ।অবশেষে আমি ভোটের মাঠ ছেড়ে দিলাম ।

তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন তারা বিনা কারণে আমার লোকজনদের ধরছে হয়রানি করছে । আমার জন্য কেন সাধারন মানুষ মার খাবে তাই নির্বাচন থেকে সরে আসলাম ।

 

এর আগে তিনি টাঙ্গাইলে চারদিনের অনশনে অসুস্থ হয়ে পড়লে পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয় । সেখান থেকে বৃহস্পতিবার বিকালে তাকে ছাড়পত্র দেয় ।

 

যদিও তিনি ইসির কাছে চিঠি দিয়েছেন বলে জানান ,কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তা কার্যকর হবে না । এ জন্য ব্যালটে তার নাম ও প্রতীক থাকতে পারে ।

এফ,আর