ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শান্তি ও উন্নয়নের পক্ষে থাকুন : শেখ হাসিনা


২৪ ডিসেম্বর ২০১৮ ০৪:২৭

ছবি সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় বলেন ,নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় ।


নৌকা জয় লাভের পর রংপুরবাসীর ভাগ্য আরও বদলে যাবে বলে এসময় মন্তব্য করেন তিনি ।

নৌকা জয় লাভের পর রংপুরবাসীর ভাগ্য আরও বদলে যাবে বলে এসময় মন্তব্য করেন । তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের স্বাধীনতা্ এনে দিয়েছে।



দুপুর ১২টা ৩৩ মিনিটে তুমুল করতালির মাধ্যমে তারা প্রধানমন্ত্রীকে বরং করে নেয়। তারপর মঞ্চে হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী ওঠেন । সবার উদ্দেশে হাত নাড়েন । শুরু হয় বক্তৃতা। তিনি মাত্র সাত মিনিটে বক্তব্যই তিনি তার সরকারের উন্নয়ের কথা তুলে ধরেন।

 

এসময় বলেন ,আমরা খাবারের ব্যবস্থা করেছি। বিনা পয়সায় মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক করেছি। প্রতিটি মানুষ চিকিৎসা পাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য এখন আর বই কিনতে হয় না। নতুন বই আমরা দিয়ে দিচ্ছি। উপবৃত্তি দিচ্ছি। মোবাইল ফোনে মায়েদের কাছে বৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’

 

আওয়ামী লীগের শাসন আমলের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অসহায় মানুষের জন্য  ভাতা,  বিধবা ভাতা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা দিচ্ছি।

 

তারপর তিনি রংপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হককে পরিচয় করিয়ে দেন। তাঁকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আবার আমরা ফিরে আসব এবং শান্তিও পাবে জনগন।

এফ,আর