আবারোও নৌকার বিজয় হবে : কাদের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সর্ম্পকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আবারো বিজয় লাভ করবে আওয়ামী লীগ । আগামী ৩০ ডিসেম্বর জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে এর প্রমাণ দিবে।
আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা সময় তিনি এসব আশাবাদ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, । আগামী ৩০ ডিসেম্বর বিজয় আমাদের হবেই । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যেতে চাই।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসময় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহার প্রকাশ করেন । এছাড়াও অনুষ্ঠানে ছিলেন শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকরা ।
এফ,আর