মাছ রফতানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে

নতুন সংকট দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রফতানি বাণিজ্যে। ভারতের ত্রিপুরা রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন নেতা ‘চাঁদার দাবিতে’ রফতানি হওয়া পণ্য আটকে দিয়েছেন। এর ফলে বুধবার (০৫ সেপ্টেম্বর) আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হওয়া সব মাছ পঁচে গেছে।
এদিন বিজেপি নেতারা বন্দর দিয়ে রফতানি হওয়া মাছ, সিমেন্ট ও তুলাসহ অন্যান্য পণ্য সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে রেখেছিলেন। পরে পণ্যগুলো বন্দর থেকে আলোচনার মাধ্যমে রাতে ছাড়া হয়। তবে স্থায়ী সমাধান না হওয়ায় আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা আপাতত মাছ রফতানি বন্ধ রেখেছে।
আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মিলিয়ে ১০ টন ৪৯০ কেজি মাছ ভারতে রফতানি করা হয়। সারাদিন বন্দরে আটকে থাকায় সবগুলো মাছ পঁচে গেছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি নিজেদের লোকসানের কথাও জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ীদের সঙ্গে চাঁদা নিয়ে বিজেপি এবং কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেয়া কিছু নেতার সমস্য চলছে। ফলে আমাদের রফতানি করা পণ্য বন্দরে আটকে দিয়েছিলেন তারা। বিষয়টি নিয়ে আলোচনার পর বুধবার রাতে পণ্যবোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ছাড়া হয়। তবে সারাদিন আটকে থাকায় মাছগুলো পঁচে গেছে। আজকে আমরা মাছ রফতানি বন্ধ রেখেছি। বিষয়টি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা মাছ রফতানি করবো না। তবে অন্যান্য পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আইএমটি